নিষেধাজ্ঞা কাটিয়ে রাতে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস

প্রকাশিতঃ 11:06 am | February 01, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে লা লিগায়ও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় নিজেদের ২২তম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে লা লিগায় ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র।

শনিবার (১ ফেব্রুয়ারি) এস্পানিওলের ঘরের মাঠে নামবে ভিনি-রদ্রিগোরা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ২টায়।

লা লিগায় ভালেন্সিয়ার গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। এই লাল কার্ডের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে আপিল করেও লাভ হয়নি, আক্রমণাত্মক আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন।

এই নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় ফিরছেন ভিনি। সবশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এবার লা লিগায় সেরাটা দিয়ে দলের শীর্ষস্থান মজবুত করতে পান এই ব্রাজিলিয়ান সুপার স্টার।

লা লিগায় ২১ ম্যাচে ১৫ জয় এবং ৪ ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। সামন ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা।

এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াড

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন ও সার্জিও।

ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাজকুয়েজ, ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, মেন্ডি, অ্যাসেনসিও ও লরেঞ্জো।

মিডফিল্ডার: বেলিংহাম, ভালভার্দে, মডরিচ, চুয়ামেনি, আরদা গুলার ও সেবেলোস।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রদ্রিগো, এন্ড্রিক ও ব্রাহিম।

কালের আলো/এসএকে