সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, হাসপাতালে কাতরাচ্ছে স্ত্রী ও ২ সন্তান
প্রকাশিতঃ 1:30 pm | February 02, 2025
জেলা প্রতিবেদক, কালের আলো:
ফেনীর সোনাগাজীতে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। এ ঘটনায় আহতরা অটোরিকশায় থাকা তার স্ত্রী ও দুই সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেঅটোরিকশায় থাকা ব্যবসায়ী নিজাম উদ্দিন নিহত হন। পরে আহত অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু বলেন, চট্টগ্রামে নিজাম উদ্দিনের মুদি দোকান রয়েছে। গত দুইদিন আগে অসুস্থ শ্বশুরকে দেখতে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে এসেছিলেন। সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার এমন আকস্মিক মৃত্যু কেউ মানতে পারছে না।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের আলো/এসএকে