শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

প্রকাশিতঃ 4:14 pm | February 02, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। শনিবার রাতে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, ফলে পান ম্যাচসেরার স্বীকৃতি।

প্রাইড পার্ক স্টেডিয়ামে পুরো ৯০ মিনিট শেফিল্ডের রক্ষণভাগ সামলেছেন হামজা। তার পারফরম্যান্সে খুশি কোচ ক্রিস ওয়াইল্ডারও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হামজা নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে। দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকলেও সে মাঠে আত্মবিশ্বাসী ছিল। আমি ভেবেছিলাম ৭০ মিনিটে তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটি আর করা হয়নি।’

হামজা ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল ছিলেন। তার পাসিং সঠিক ছিল ৮০ শতাংশ, লম্বা পাসে সফল হয়েছেন ৪ বার, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন ৫ বার, বল কেড়ে নিয়েছেন ৩ বার এবং প্রতিপক্ষের দুটি পাস কেটে দিয়েছেন। ডার্বির কোনো খেলোয়াড়ই তাকে ড্রিবল বা ট্যাকল করতে পারেননি।

লিস্টার সিটিতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ম্যাচ খেলার তাগিদেই জানুয়ারির দলবদলে শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে শেফিল্ড ইউনাইটেড, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে ওঠে, তাই এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শেফিল্ডের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা প্রবল।

আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল, যেখানে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি।

কালের আলে/এসএকে