দেশে ফিরে যাচ্ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিতঃ 5:13 pm | February 02, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বারবার হতাশ করছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির গড়িমসি থেমে নেই। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বাদ পড়েছে রাজশাহী। বিদায় নিলেও এখনও আলোচনায় রাজশাহীর এই ফ্রাঞ্চাইজি।

সকাল হতেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, রাজশাহী টাকা পরিশোধ না করায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আটকা পড়েছেন দলটির পাঁচ বিদেশি ক্রিকেটার। তারা হলেন- পাকিস্তানের মোহাম্মদ হারিস, জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

ক্রিকেটারদের পাওনা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমনকি দৈনিক ভাতার পাশাপাশি বিমানের টিকিটও করে দেওয়া হয়েছে। পাওনা বুঝে পেয়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। আজ (রোববার) রাত থেকেই শুরু হচ্ছে তাদের ঢাকা ছাড়ার প্রক্রিয়া।

রাজশাহীর জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল সবার আগে ঢাকা ছাড়বেন। তিনি আজ রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারেতে রওনা দেবেন। অন্যদিকে, পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিস আগামীকাল (সোমবার) দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

রাজশাহীর প্রধান কোচ আজাজ আহমেদও আগামীকাল ঢাকা ছাড়বেন। এছাড়া, ক্যারিবিয়ান ফাস্ট বোলার মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। বাকি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরাও দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরবেন, তবে সেটি নির্ভর করছে ফ্লাইটের টিকিট পাওয়ার ওপর।

এবারের বিপিএলে দুর্বার রাজশাহী মাঠের পারফরম্যান্সে যেমন ব্যর্থ হয়েছে, তেমনি ফ্র্যাঞ্চাইজির প্রশাসনিক দুর্বলতা ও পারিশ্রমিক বিতর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পারিশ্রমিক জটিলতায় বিদেশি ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেছিলেন, এমনকি কিছু ম্যাচে খেলতেও চাননি তারা। শেষ পর্যন্ত নিজেদের বিপিএল মিশন শেষ করে দেশে ফিরছেন রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

কালের আলো/এসএকে