‘বানোয়াট মামলায় ম্যাডামকে সাজা দেয়া হয়েছে’

প্রকাশিতঃ 7:24 pm | February 18, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:

সাজানো, মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) সম্পূর্ণ নির্দোষ। হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। ম্যাডাম কোনদিন দুর্নীতি করেননি। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে তাঁর কোন সম্পৃক্ততাও নেই। প্রহসনমূলক রায়ে তাকে সাজা দেয়া হয়েছে। দেশপ্রেমিক জনগণ এ রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

রোববার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি জমা দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করে শোনান দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা। এ সময় দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, কেন্দ্রীয় মহিলা দলের ভাইস চেয়ারম্যান নূরজাহান ইয়াসমিন, শহর বিএপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন বাবলু, জেলা বিএনপি নেতা ফখরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে বিএনপি নেতা-কর্মীদের এ স্মারকলিপিটি গ্রহণ করেননি জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। পরে দ্রুত সময়ের মধ্যেই এক ম্যাজিস্ট্রেটের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সটকে পড়েন দলটির নেতা-কর্মীরা।