কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু: সুপ্রিম কোর্টের আইনজীবীর অভিযোগ দায়ের

প্রকাশিতঃ 11:35 am | February 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ৭ ধারা মোতাবেক কুমিল্লার পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ অভিযোগ দায়ের করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়টি জানা গেছে।

কুমিল্লার পুলিশ সুপারকে ই-মেইল ও ডাকযোগে পাঠানো আবেদনে বলা হয়, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ৭ ধারা মোতাবেক আপনার নিকট এই মর্মে অভিযোগ দায়ের করছি। কুমিল্লার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে (৪২) ৩০ জানুয়ারি রাতে বাড়ি থেকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের খোঁজ পায় পরিবারের সদস্যরা।

মৃতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘রাত আড়াইটার দিকে সাদা পোশাকে যৌথবাহিনীর চারজন বাড়ি থেকে আমার ভাইকে আটক করে নিয়ে যায়। পরে থানা থেকে ফোন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিতে বলে। তারপর হাসপাতালে গিয়ে তার মরদেহ পাই।’

স্বাধীন বাংলাদেশে সংগঠিত এমন ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার নিকট অভিযোগ দায়ের করলাম।

কালের আলো/এএএন/কেএ