নিশোর সঙ্গে জুটি বাঁধছেন তটিনী?

প্রকাশিতঃ 5:06 pm | February 03, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

খবর ছড়িয়েছে আফরান নিশোর সঙ্গে ওটিটিতে জুটি বাঁধছেন তানজিম সাইয়ারা তটিনী। আজাদ নামের এ ওয়েব সিরিজটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে খবরটি।

সূত্র মতে ‘দাগী’র কাজ শেষ করে ‘আজাদ’এ অংশ নেবেন নিশো। তবে এ বিষয়ে মন খুলে কথা বললেন না তটিনী।  তিনি বলেন, আমি জানি না খবরটা কীভাবে ছড়ালো। তবে বিষয়টি নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। কেননা নিষেধ আছে। সময়মতো সবকিছু জানতে পারবেন।

বর্তমানে তটিনী ব্যস্ত আছেন ভালোবাসা দিবসের কাজ নিয়ে। তিনি বলেন, এই মুহূর্তে ভালোবাসা দিবসের বেশকিছু কাজ করছি। এরমধ্যে ভিকি জাহেদ ভাইয়ের একটি ফিকশন আছে। আরও বেশকিছু কাজ আছে হাতে। তাছাড়া ঈদও তো সামনে। ঈদের কাজও করতে হচ্ছে। পাশাপাশি দুটি বিজ্ঞাপনের কাজ সেরেছি।

কালের আলো/এএএন/কেএ