বিসিকে তৈরি হচ্ছে অবৈধ পলিথিন, গুনতে হলো জরিমানা

প্রকাশিতঃ 6:56 am | February 04, 2025

নোয়াখালী প্রতিবেদক, কালের আলো:

নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে তানিশা প্যাকেজিং কারখানার মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তানিশা প্যাকেজিং কারখানাটি বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে থেকে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। ভ্রাম্যমাণ আদালত কারখানাটির মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেন। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়।

বেগমগঞ্জ উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পলিথিন উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি, মজুদ ও বিতরণ করা দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো. মিলন হোসেনসহ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

কালের আলো/এসএকে