ঘন কুয়াশার চাদরে মোড়ানো দিনাজপুর, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

প্রকাশিতঃ 10:39 am | February 04, 2025

দিনাজপুর প্রতিবেদক, কালের আলো:

ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরে সীমান্তবর্তী জেলা দিনাজপুর। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাত থেকেই কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্নআয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। কেউ কেউ একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।

অটোচালক ইমন ইসলাম বলেন, ঘন কুয়াশায় ঢাকা রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। এজন্য ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। প্রয়োজন ছাড়া মানুষ বাসার বাইরে বের হচ্ছে না। আমাদেরও প্রতিদিনের রোজগার কমছে। কষ্ট করে দিন পার করতে হচ্ছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার  সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।

কালের আলো/এসএকে