অবৈধ ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিতঃ 12:35 pm | February 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দেরও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। সোমবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন ট্রাম্প। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন, সামরিক বাহিনীর বিমান ব্যবহার এবং সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক পাঁচ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

ইতোমধ্যে সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে। যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে চার হাজার ৬৭৫ ডলার খরচ হয়।

কালের আলো/এএএন/কেএ