সীমান্তে বিএসএফের হাতে আটক চার বাংলাদেশি

প্রকাশিতঃ 7:04 pm | February 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফ জানায়, ভারত-বাংলাদেশের সোনা মসজিদ-মাহাদিপুর সীমান্তের কাছে গরু পাচারের সময় মঙ্গলবার ভোরে গ্রামবাসীদের সহযোগিতায় ওই চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা।

বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানা এলাকায় ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা দেখেন ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে কিছু মানুষ সীমান্ত পার করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে। জওয়ানরা সতর্ক অবস্থায় সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা উপায়ান্তর না দেখে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীদের সহায়তায় তাদের আটক করা হয়।

আটকের পর চারজনকে মঙ্গলবার মালদার হাবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

পুলিশ জানায়, আটক সবাই বাংলাদেশের নাগরিক। অবৈধ পশু পাচারের উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তারা।

কালের আলো/এসএকে