চট্টগ্রামে ৪ রোহিঙ্গা ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশিতঃ 2:58 pm | February 05, 2025

  1. চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চার হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে সাদিয়া কিচেনের সামনে সোমবার রাতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আটককৃতরা হলেন, আব্দুল্লাহ শেখ (৩০), নুর হাবা (২৮), আনোয়ারা বেগম (৪০) ও রমজান বিবি (২২)। তারা সকলেই উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাস করতেন। ইয়াবার চালান আসছে চৌমুহনী বাজারে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সন্দেহ হলে ওই ৪ রোহিঙ্গাকে রাস্তার ওপর ঘেরাও করেন তারা। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ইয়াবাসহ রোহিঙ্গাদের আটকের ঘটনায় মামলা হয়েছে।’

কালের আলো/এসএকে