এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া
প্রকাশিতঃ 3:09 pm | February 05, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটে কর্মরত ছিলেন। খসড়া জ্যেষ্ঠতা ২০০৮ অনুযায়ী তার জ্যেষ্ঠতাক্রম-১৯৮।
মঙ্গলবার তাকে প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেয় স্থানীয় সরকার বিভাগ।
নিয়োগসংক্রান্ত আদেশে বলা হয়, এ চলতি দায়িত্ব সাময়িকভাবে ৬ মাস পর্যন্ত বহাল থাকবে; ৬ মাসের অধিক চলতি দায়িত্ব প্রদানের প্রয়োজন হলে ৬ মাস অতিক্রমের পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি বা বোর্ডের অনুমোদন গ্রহণ করতে হবে।
কালের আলো/এমডিএইচ