ধানমন্ডি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশিতঃ 3:24 pm | February 05, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/IMG_20250205_152206_650.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে একাধিক মামলার আসামি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে (৬৩) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ। এ সময় তার কাছে থেকে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম জানতে পারে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি হান্নান আত্মগোপন করে আছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হান্নানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার অফিসে অভিযান পরিচালনা করে একটি অত্যাধুনিক রিভলভার, রিভলবারের ৯৫ রাউন্ড গুলি, একটি শটগান ও শটগানের ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার হান্নান মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারনামীয় আসামি। হান্নানের হেফাজতে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করে। তিনি অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
কালের আলো/এমডিএইচ