ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই বিদায় নেবে শীত

প্রকাশিতঃ 4:22 pm | February 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শীতের তীব্রতা কমে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে গরমের অনুভূতি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন৷

তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পুরোদমে গরম পড়তে শুরু করবে।

ক্রমান্বয়ে বাড়বে গরমের অনুভূতি৷ শীতের তীব্রতা বাড়ার আর কোনো আভাস নেই। তবে শীতের আমেজ কিছুটা থাকবে।

এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পূর্বাভাস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

কালের আলো/এমডিএইচ