পাসপোর্ট নবায়ন হলেও ৬৯ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাবে না সৌদি: রাষ্ট্রদূত
প্রকাশিতঃ 6:45 pm | February 05, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/1738759216.webp)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট নবায়ন হলেও তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটি জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে সৌদি রাষ্ট্রদূত বলেন, এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তারা বাংলাদেশি পাসপোর্টধারী। তাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি। আমরা তাদের ফেরত পাঠাব না, শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছি।
আসন্ন রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার সৌদি দূতাবাস। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিকে খেজুর হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত।
এর আগে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দেয় সৌদি সরকার। এ বিষয়ে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বছরের মে মাসের দিকে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।
কালের আলো/এএএন/কেএ