বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন
প্রকাশিতঃ 9:28 pm | February 05, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। তিনি সাবেক মুখপাত্র হোসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মুখপাত্র হিসাব নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেনকে সহযোগিতা করবেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব পাবলিকেশন ও পাবলিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।
তারা আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মুখপাত্রের সাথেও তারা সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
হোসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখাতে বদলি হওয়ার পর তার স্থলে আরিফ হোসেনকে এই নিয়োগ দেওয়া হলো।
কালের আলো/এমডিএইচ