বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য সুসংবাদ

প্রকাশিতঃ 6:26 pm | February 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেবরয়ারি ) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

সিনিয়র সচিব জানান, সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ এ ৪১ জন, অতিরিক্ত সচিব ৫২৮ জন, যুগ্ম সচিব ৭২ জন, উপসচিব ৪ জনের অনুমোদিত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তগত হয়েছে। পদভিত্তিক আলাদা-আলাদা জিও জারি করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে। বকেয়া টাকাসহ জিও জারি করা হবে।

কালের আলো/এএএন/কেএ