পটুয়াখালীর ৪টি আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

প্রকাশিতঃ 1:08 pm | February 07, 2025

পটুয়াখালী প্রতিবেদক, কালে আলো:

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও পটুয়াখালী জেলার চারটি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে আয়োজিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মোয়াযযম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী-২ (বাউফল) ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাওয়ুম।

জেলা জামায়াতের আমির নাজমুল আহসানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।

কালের আলো/এসএকে