সৌদি দূতাবাসে জামায়াত আমির

প্রকাশিতঃ 7:31 pm | February 07, 2025

নিজস্ব প্রতিবেদক,  কালের আলো:

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশস্থ সৌদি দূতাবাসে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালের আলো/এমডিএইচ