তাবিথের অনুরোধেও অনুশীলনে ফেরেননি সাবিনারা 

প্রকাশিতঃ 3:55 pm | February 08, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন করেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। অনুশীলনে ফেরাতে ফুটবলারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। মেয়েদের অনুশীলনে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। তারপরও শনিবার অনুশীলনে যোগ দেননি সাবিনা খাতুন, ঋতু মনি, কৃষ্ণারা।

বাফুফে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাফুফে সভাপতির হাতে যায় বিশেষ তদন্ত প্রতিবেদন। এরপর নারী ফুটবলারদের সঙ্গে ওই দিন রাতে বাফুফে ভবনে সাক্ষাৎ করেন তাবিথ আওয়াল। তিনি একে একে মেয়েদের কথা শোনেন। সেখানে সিনিয়র নারী ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুরোধ করেন তিনি এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মেয়েরা অনুশীলনে না ফেরার বিষয়টি নিয়ে সমকালকে তাবিথ বলেন, ‘তাদের অনুশীলনে না ফেরাটা দুঃখজনক। তাদের অভিযোগের বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আজই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি।’

নতুন মেয়াদে দুই বছরের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হওয়া পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চান না সাবিনারা। তারা কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ এনেছেন। বডি শেমিং, বাজে ব্যবহার, ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপসহ নানা অভিযোগ করেছেন তারা।

বিষয়টি নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন কোচ বাটলার। তিনি জানান, অনুশীলন বর্জন করা ফুটবলারদের দলে নেবেন না তিনি। হয় তারা থাকবে না হয় নারী ফুটবলে তিনি থাকবেন। এরপর বাফুফে সভাপতি তাবিথ দুই পক্ষের সঙ্গে কথা বলে, অনুশীলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

জানা গেছে, বাটলারের অধীনে ১৮জন ফুটবলার অনুশীলনে ফিরতে চান না। এর মধ্যে ১৬ জনই নেপালে সাফ জয়ী ফুটবলার। তারা অনুশীলনে না আসায় বাটলার অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের অনুশীলন ক্যাম্পে ডেকেছেন। সব মিলিয়ে তার অধীনে ৩৩ জন অনুশীলন করছেন। এর মধ্যে থেকেই সংযুক্ত আরব আমিরাত সফরের দল গড়তে চান বাটলার। সাবিনাসহ সিনিয়র ফুটবলাররা ১১ দিন অনুশীলন ক্যাম্পের বাইরে থাকায় ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ আমিরাতের বিপক্ষে ম্যাচের দলে রাখতে চান না তিনি।

কালের আলো/এসএকে