ইন্ডাস্ট্রি আমাকে খরচের খাতায় ফেলেছিল: শ্রীলেখা
প্রকাশিতঃ 4:08 pm | February 08, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
অনেকদিন পর আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা ‘মায়ানগর’ দিয়ে বড় পর্দায় শ্রীলেখা মিত্র। তাঁর এই ছবিটি ২০২১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। বেশ লম্বা সময় পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেলো তার সিনেমা ‘মায়ানগর’। শুক্রবার সিনেমার প্রিমিয়ারে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
শ্রীলেখা বলেন, ‘আমি নতুন করে নিজেকে প্রমাণ দেওয়ার পরীক্ষায় পাস করলাম। ফেল তো করবই না কিন্তু কীভাবে পাস করলাম, সেটা মনে হয় গুরুত্বপূর্ণ। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে। অনেক দিন থেকে অপেক্ষা করে বসেছিলাম। বারবার মুক্তির কথা হয়েও পিছিয়ে গেছে। তখন খানিকটা হতাশ হয়ে পড়ি। কিন্তু যখন ইন্ডাস্ট্রি আমাকে খরচের খাতায় ফেলে দিয়েছিল ঠিক তখনই এই সিনেমাটি এলো। এখানে আমি কামব্যাক করলাম বলব না কিন্তু একটা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করলাম।’
অভিনেত্রীর মতে, ‘বর্তমানে অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে। তবে আমাদের এই সিনেমাটা বর্তমান দিনের রাজনৈতিক আর্থ-সামাজিক অবস্থা নিয়ে, অন্যরকমের গল্প বলবে। এই সিনেমা কলকাতা শহরের কিছু মানুষের গল্প।’
নায়িকা বলেন, ‘বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে এমন কোনও মাথার দ্যিবি কারো নেই, ভালো ছবির পাশে দাঁড়ান।’
প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলাদেশের ‘তরী’ সিনেমায় যুক্ত হয়েছেন শ্রীলেখা মিত্রকে। এটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং করতে ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। সূত্র: হিন্দুস্থান টাইমস
কালের আলো/এসএকে