জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল যাচ্ছেন থাইল্যান্ডে

প্রকাশিতঃ 4:15 pm | February 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল হোসাইন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হচ্ছে। তার থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবেন রবিউল। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন তিনি।

সিএমএইচ হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় গত ২৪ আগস্ট তলপেট ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন রবিউল হোসাইন পলাশ (৪৮)। গত ৪ আগস্ট অস্ত্রোপচার করে মেরুদণ্ডে আটকে থাকা গুলি বের করা হয়েছিল। এরপর ২৬ সেপ্টেম্বর সিএমএইচে উন্নত চিকিৎসা ভি-ওয়াই করানো হলেও খুব একটা কাজ হয়নি। যে কারণে পরবর্তী প্রক্রিয়ার জন্য এখন তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে।

কালের আলো/এসএকে