কলম্বিয়া ও উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিতঃ 4:35 pm | February 08, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দুর্দান্ত পারফরম্যান্স করে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উঠেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। চিনি ও উরুগুয়েকে হারিয়ে ফাইনাল পর্বের শুরুটাও দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।সেই ধরাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এতে অনূধ্ব-২০ বিশ্বকাপের আরও কাছে রয়েছে তারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) উরুগুয়েকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা। অপর ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।

এবারের যুবদের এই মহাদেশীয় অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে কোনো ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে চিলিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। শীর্ষ চারটি দল বিশ্বকাপের টিকিট পাবে। আগামী ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে এবং আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে জিতলে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

উরুগুয়ের বিপক্ষে ক্লদিও এচেভেরি ও মরিসিও কারিজ্জোরার গোলে ভর করে ম্যাচের ৫২ মিনিটেই ৩-০ গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। ৬৯ মিনিটে স্কোরলাইন ৪-১ করে আলবিসেলেস্তারা। যদিও ৮৬ মিনিটের মধ্যে উরুগুয়ে দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল, শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানেই জয়ী হয় আর্জেন্টিনা।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম দুটি গোল করেন ক্লদিও এচেভেরি, যাকে ‘নতুন মেসি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি গত বছর জানুয়ারিতেই এই ১৯ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি করেছে। ম্যাচে আর্জেন্টিনার অন্য দুটি গোল সেন্টার ফরোয়ার্ড মরিসিও কারিজ্জোর।

অন্যদিকে, চূড়ান্ত পর্বে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলের জয়ের পর  কলম্বিয়ার বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছে তারা। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। তবে ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল।

কালের আলো/এসএকে