গুঁড়িয়ে দেওয়া হলো শাহজাদপুর উপজেলা আ.লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল
প্রকাশিতঃ 5:47 pm | February 08, 2025
সিরাজগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
মাঝরাতে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালায়। সেইসঙ্গে মনিরামপুর এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও শক্তিপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সড়কের নামফলকসহ উপজেলা সদরের কয়েকটি সড়কের নামফলক ভেঙে ফেলা হয়েছে।
শনিবার রাত ১২টার পর শাহজাদপুর উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হাতুড়ি ও রড নিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে এক্সকাভেটর বা ভেকু মেশিন নিয়ে একটি একতলা ঘর এবং চারিদিকে ইটের দেওয়াল দেওয়া আরেকটি টিনশেড ঘর গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
শাহজাদপুর থানার ওসি আলী আসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল। শনিবার রাতে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
কালের আলো/এসএকে