জুলাই গণঅভ্যুথানে গুলিবিদ্ধ পলাশকে পাঠানো হলো থাইল্যান্ডে
প্রকাশিতঃ 6:30 pm | February 08, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে আহত রবিউল হোসেন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
বিমানবন্দরে তাকে বিদায় জানান সিএমএইচে আহতদের চিকিৎসা নিয়ে কাজ করা ছাত্র প্রতিনিধি নুসরাত জাহান ও মো. ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।
গত ৪ আগস্ট জুলাই গণবিপ্লবে গুলিতে আহত হন পলাশ। একটি গুলি তার পেটকে ছিদ্র করে লিভারে আঘাত করে। আর একটি গুলি তার স্পাইনাল কর্ডকে ছিন্নভিন্ন করে ফেলে। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার পেটে অপারেশন করা হয়। কিন্তু বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হওয়া স্পাইনাল কর্ড ঠিক হওয়া সম্ভব না। এজন্য চিরতরে হাঁটাচলার ক্ষমতা হারান তিনি।
চিকিৎসকরা জানান, সিএমএইচে চিকিৎসায় গুলি বের করা হলে তার কোমরের নিচের অংশ অবশ অবস্থায় ছিল এবং বসতে ও হাটতে না পারায় ষ্ট্রেচারে করে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সিএমএইচে তাকে নিয়ে বোর্ড করা হয়। বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় রোবটিক ফিজিওথেরাপির জন্য তাকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়।
কালের আলো/এমডিএইচ