‘পার্বত্য চট্টগ্রামে আমার প্রথম এজেন্ডা কোয়ালিটি এডুকেশন’

প্রকাশিতঃ 12:57 pm | February 09, 2025

রাঙামাটি প্রতিবেদক, কালের আলো:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের জন্য প্রথম এজেন্ডা কোয়ালিটি এডুকেশন। পার্বত্য চট্টগ্রামে নটরডেম, ভিকারুন্নেছা, ঢাকা কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই এখানে কোয়ালিটি এডুকেশনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি কোয়ালিটি বিশ্বাস করি, কোয়ান্টিটি নিয়ে থাকতে চাই না।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে শহরের রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় জেলা পরিষদ আবাসিক কলেজ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বেসিক ফাউন্ডেশন হওয়া উচিত স্কুল থেকেই। এই কারণেই এই স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। এখানে বাংলা বিষয় বাদে বাকি সকল বিষয় ইংরেজি কারিকুলামে পড়ানো হবে। পাশাপাশি যদি সম্ভব হয় আমরা ছেলে এবং মেয়েদের জন্য আলাদাভাবে সেনাবাহিনীর যেসকল স্কুলগুলো রয়েছে সেরকম কিছু স্কুল প্রতিষ্ঠা করার জন্য এপ্রোচ করব।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যন্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ড. মো. আতিয়ার রহমানসহ প্রমুখ।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা অনুন্নত, তাই আমি এবং প্রধান উপদেষ্টা মহোদয় আলোচনা করে এই বোর্ডিং স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যে ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। আশা করছি খুব দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

কালের আলো/এসএকে