শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু
প্রকাশিতঃ 8:49 am | February 11, 2025

শরীয়তপুর প্রতিবেদক, কালের আলো:
ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
কালের আলো/এমডিএইচ