যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি কাল

প্রকাশিতঃ 8:52 am | February 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটিই তাঁর প্রথম সফর। সফরে মোদি বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ওয়াশিংটন গন্তব্য হলেও, সরাসরি সেখানে যাচ্ছেন না মোদি। গতকাল সোমবার তিনি ফ্রান্সে গেছেন। সেখানে আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে করবেন। যোগ দেবেন ‘এআই অ্যাকশন’ সামিটে।

এরপর আগামীকাল তিনি প্যারিস থেকে যাবেন ওয়াশিংটনে। সেখানে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বলে জানান।

কালের আলো/এসএকে