শ্যামপুরে জুতার কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 10:09 am | February 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর শ্যামপুরে একটি পুরাতন জুতার রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজধানীর কদমতলীর ১১ নম্বর লাল মসজিদ রোডের শ্যামপুর বিসিকে ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা মজুমদার ট্রেডার্সে ভোরে আগুন লাগে। ৫টায় খবর পেয়ে ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কালের আলো/এসএকে