১৯০ কোটি টাকায় এমওপি সার ও রক ফসফেট আমদানির অনুমোদন
প্রকাশিতঃ 7:35 pm | February 11, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/1739276958.shar_.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২০২৪-২০২৫ বছরে টিএসপিসিএল-এর জন্য সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭০ শতাংশ বিপিএল মিনিমাম) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮২ কোটি ২৬ লাখ টাকা। প্রতি মেট্রিক টন রক ফসফেটের দাম পড়বে ২২৮.৫০ মার্কিন ডলার।
এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টরগ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় অষ্টম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
রাশিয়ার প্রোডিন্টরগ থেকে এই সার আনতে ব্যয় হবে ১০৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৯৪.৫০ মার্কিন ডলার।
কালের আলো/এএএন/কেএ