রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রকাশিতঃ 7:42 pm | February 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ১৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করে। তাদের নির্ধারণ করা দাম আজ থেকে কার্যকর হয়েছে। এর ফলে আজ যারা স্বর্ণ কিনছেন ২২ ক্যারেটের স্বর্ণের জন্য তাদের ভরি প্রতিতে গুনতে হচ্ছে প্রায় দেড় লাখ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ ৪৩ হাজার ১ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে রুপার দাম।

এ নিয়ে চলতি বছর ছয় বার বাড়ল স্বর্ণের দাম। এ ছয় দফায় মোট ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম।

গতকালের আগে ৬ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল গত ৭ ফেব্রুয়ারি থেকে।

এ নিয়ে চলতি বছর ছয় বার দেশের বাজারে সমন্বয় করা হয় স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ছয়বারই। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন বাণিজ্যনীতির প্রভাবে বিশ্বে স্বর্ণের বাজারে উর্ধ্বমুখী, যার প্রভাবে দেশের বাজারেও দাম বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

কালের আলো/এএএন/কেএ