আজও ঢাকার বাতাস খুব ‘অস্বাস্থ্যকর’

প্রকাশিতঃ 9:51 am | February 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। বাতাসের মান সূচকে করাচির বায়ুর স্কোর ২২১। তালিকায় ঢাকার অবস্থান ১৫, স্কোর ১৪৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ১৭২।

২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭। একই স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে চীনের উহান।

বায়ুদূষণে শীর্ষ ১০ এর মধ্যে ৮- এ রয়েছে চীনের আরেক শহর হ্যাংজু। আর দিল্লির অবস্থান ৯ নম্বরে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কালের আলো/এএএন/কেএ