ভোলায় গরু চোর সন্দেহে পিটুনিতে দুইজন নিহত

প্রকাশিতঃ 12:33 pm | February 13, 2025

নিউজ ডেস্ক, কালের আলো:

ভোলার তজুমদ্দিনে গরু চোর সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর দাবি, তাদের হাতেনাতে ধরা হয়েছে।
নিহত দুজন হলেন, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের আমির হোসেন ও তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের নয়ন।

এদের দুইজনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের এক বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করতে যায় চোর চক্র। এ সময় টের পেয়ে এলাকাবাসী চিৎকার দিয়ে উভয়কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। উভয়ের বিরুদ্ধ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

কালের আলো/এএএন/কেএ