বিশেষ ব্লক রেইডে কামরাঙ্গীরচরে ১৬ জন গ্রেফতার

প্রকাশিতঃ 4:44 pm | February 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাত ২ টা পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

গ্রেফতাররা হলেন, জুম্মান (২৪), মো. আরিফ (১৯), মো. আবু বক্কর (২০), রবিন (২২), মো. আলমগীর হোসেন (৪৯), মো. আকতার হোসেন (৩৪), মো. আল আমিন (২২), মো. তুহিন (২৪), লাভলু (৩০), মো. ইসমাইল (৩৪), মো. শরীফ (২০), শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল (৩২) ও সজল (২২)।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনারের নেতৃত্বে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার চৌকস টিম কর্তৃক কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানা যায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

কালের আলো/এএএন/কেএ