যাত্রাবাড়ীতে প্লাস্টিকের স্তূপে আগুন
প্রকাশিতঃ 11:14 am | February 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্লাস্টিকের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে যাত্রাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ার ইসলাম বলেন, শাক-সবজি ফল রাখার প্লাস্টিকের ক্যারেটের স্তূপে আগুন লাগে। লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।
কালের আলো/এসএকে