সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু, টঙ্গীতে আজ বৃহত্তম জুমার নামাজ
প্রকাশিতঃ 11:28 am | February 14, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করছেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন নিজাম উদ্দিন মারকাজের তাবলীগের সাথীরা। দেড়টার দিকে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, মূল ময়দানে আলহামদুলিল্লাহ মুসল্লিদের পরিপূর্ণ। সারাদেশ থেকে আগত মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থান করছেন। এছাড়া আসছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। ইতোমধ্যে আগত মুসল্লিদের ওজু, গোসলের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ময়দানে কাজ করছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেবা সংস্থা।
তিনি বলেন, ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হয় তালিম। ময়দানের পূর্ব উত্তর কোণে টিনশেডে ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বয়ান হবে। নামাজের মিম্বারে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বয়ান মিম্বারে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ময়দানের পশ্চিম পাশে টিনশেডে বধির ব্যক্তিদের উদ্দেশ্যে বয়ান হবে।
এছাড়া ইজতেমার ময়দানে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ জুমার নামাজ। জুমার নামাজ পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ। বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন)। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)
ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব সাহেব (নিজামুদ্দিন)।
বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। এছাড়া আসরের নামাজের পর যৌতুক বিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমার তৃতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। এরপর হেদায়েতের বয়ান ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এক মুসল্লির মৃত্যু: ইজতেমায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দিদার তরফদার খুলনা জেলার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তরফদারের ছেলে।
জানা গেছে, রাত ১টা ১০ মিনিটে ৪১নং খিত্তায় খুলনা থেকে আগত মুসল্লি দিদার তরফদার শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এদিকে, ইজতেমায় সুন্দর ও সফল করার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। মূল ময়দানকে ৫ সেক্টরে ভাগ করে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে এবার ৫৮তম বিশ্ব ইজতেমা।
কালের আলো/এসএকে