সিনেমার ব্লকবাস্টার চেয়ে মহাকুম্ভে পুণ্যস্নান ভিকির!

প্রকাশিতঃ 11:50 am | February 14, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

ভালোবাসা দিবসে মুক্তিও পাচ্ছে ভিকি কৌশল অভিনীত বলিউডের নতুন ছবি ‘ছাবা’। ছত্রপতি শিবাজির ছেলে মরাঠা বীর সম্ভাজির চরিত্রে দেখা যাবে ভিকিকে। সেই ছবি প্রচারের ময়দানেও বেশ সক্রিয় ছিলেন তিনি। কিন্তু মুক্তির আগেই মহাকুম্ভে ছুটে যান নায়ক।

বৃহস্পতিবার ‘ছাবা’ সিনেমার প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে মহাকুম্ভে পৌঁছান ভিকি। পরনে কালো শার্ট। চোখে রোদচশমা নায়কের। সেখান থেকে নায়ক জানালেন, দারুণ অনুভূতি। কত দিন ধরে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।

পরদিন শুক্রবার ‘ছাবা’র ব্লকবাস্টার হওয়ার মানত নিয়ে মহাকুম্ভে যান ভিকিরা। ভারতীয় গণমাধ্যমের খবর, পুণ্যস্নান করেই নাকি মুম্বাই ফিরবেন নায়ক।

এদিকে দিন কয়েক আগে অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে যান অভিনেতা। ছবিতে দক্ষিণী সুন্দরীকে দেখা যাবে ছত্রপতি সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায়। বুধবার সিদ্ধি বিনায়কেও পূজা দিয়েছেন এই জুটি।

ইতোমধ্যে ‘ছাবা’র ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা। কারণ, ভিকি এই ছবির জন্য নিজেকে বহুদিন ধরে তৈরি করেছেন। ওজন বাড়ানো ছাড়াও হাতি ও ঘোড়ায় চড়া শিখেছেন। প্রায় ছয় মাস ধরে অনুশীলনের মাধ্যমে তিনি শারীরিকভাবে নিজেকে বদলে ফেলেছেন। এমনকি শুটিং চলাকালীন তাকে যথেষ্ট খেসারতের মাঝেও যেতে হয়েছে।

কালের আলো/এসএকে