ভাবিনি বিষয়টা এতটা কষ্টদায়ক হবে : ঋতাভরী

প্রকাশিতঃ 9:20 pm | February 14, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

প্রেম নিয়ে বরাবরই অকপট অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত বছরই দীপাবলিতে বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। বিশেষ বিশেষ দিনে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে মুম্বাই যান নায়িকা।

এদিকে ভালোবাসা দিবস নিয়ে নায়িকা বিশেষ কোনও পরিকল্পনা করেছেন কি না, সে দিকেই তাকিয়ে ছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে এ দিন সকালে বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন তিনি। যারা কারণে ভালোবাসা দিবসে তেমন কোনো পরিকল্পনা করতে পারেননি।

ঋতাভরী চক্রবর্তী ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি তার বাড়ির বারান্দার দোলনায় বসে আছেন। পা তুলে রাখা সামনের একটি টুলের উপর। আর তার বাঁ পায়ে বাঁধা ব্যান্ডেজ।

ছবিটি পোস্ট করে অভিনেত্রী জানান যে তিনি চোট পেয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত লিখে বলেন, ‘আমি এটা প্ল্যান করিনি। এই বছর এমনিও ভ্যালেন্টাইন্স ডে রোম্যান্টিক ভাবে কাটত না। কিন্তু ভাবিনি তাই বলে বিষয়টা এতটা কষ্টদায়ক হবে।’

অভিনেত্রীর কথায়, ‘ব্যাপারটা ভয়াবহ না হলেও বেশ খারাপ। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এমনকি আমার আজকের শ্যুটিং ক্যান্সেল করতে হয়েছে কারণ আমায় হাঁটতে নিষেধ করা হয়েছে। অ্যাক্সিডেন্ট ভুলভাল সময়ই আমার সঙ্গে মোলাকাত করতে আসে। আমার আজকে আইস প্যাক আর পেইন কিলারের সঙ্গে ডেট চলছে, টাটা।’

এক সাক্ষাৎকারে ঋতাভরীর সহকারী বলেন, ‘বড় কোনও আঘাত নয়। তবে পা ভীষণ ফুলে গেছে। পড়ে গিয়ে পায়ের টিস্যুতে আঘাত লেগেছে। ডাক্তার দেখেছেন, ভয়ের কিছু নেই জানিয়েছেন।’

এ সপ্তাহের শুরুতেই নতুন ছবির শুটিং শুরু করেছিলেন ঋতাভরী। এ দিন সকালেও শুটিং যাওয়ারই তোড়জোড় করছিলে। সিঁড়ি থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান তিনি।

কালের আলো/এমডিএইচ