বাজার মূলধন বাড়লো ১৬ হাজার কোটি টাকা
প্রকাশিতঃ 10:33 am | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/71500_174.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি। একই সঙ্গে বেড়েছে সবকয়টি মূল্যসূচক। এছাড়া বাজার মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। তবে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৬৬টির। এছাড়া ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়া এবং দাম কমার তালিকায় প্রায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তবে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বড় অঙ্কে বেড়ে গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা বা ২ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৯ হাজার ১০৫ কোটি টাকা। তার আগের দুই সপ্তাহে বাড়ে ৪ হাজার ২৩৮ কোটি এবং ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। অর্থাৎ চার সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩২ হাজার ৭৯৯ কোটি টাকা।
বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে সবকয়টি মূল্যসূচক বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ২২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক বাড়ে ৬৬ দশমিক ২৮ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ।
বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৬ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক বাড়ে ৯ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৭ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ।
সবকয়টি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের গতি কিছুটা কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪২৬ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫ কোটি ১৫ লাখ টাকা বা এক দশমিক ২১ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসিআই, সিটি ব্যাংক এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
কালের আলো/এএএন/কেএ