ময়মনসিংহে বিদেশী পিস্তলসহ আসামি গ্রেফতার
প্রকাশিতঃ 6:38 pm | February 19, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/Rab-14-greftar-Pic.jpg)
স্টাফ রিপোর্টার, কালের আলো:
ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলিসহ আসাদুজ্জামান ওরফে জামাল (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)
সোমবার বিকেল ৩টার দিকে সদরের ঈশ্বরদিয়া গুচ্চগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, সদর উপজেলার চর ইশ্বরদিয়া গুচ্চগ্রাম এলাকায় আসামি জামালের বাড়ীতে কয়েকজন সন্ত্রাসী অপরাধজনক কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে একত্রিত হয়েছে এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে র্যাবের এএসপি হাফিজুল ইসলাম বাবু’র নেতৃত্বে ওই স্থানে অভিযান চালিয়ে আসামি জামিলকে গ্রেফতার করে।
পরে আসামির স্বীকারোক্তিতে তার ঘরের সিলিংয়ের ওপর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ ময়মনসিংহের কোতয়ালী থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারা মোতাবেক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১৪।
কালের আলো/ওএইচ