জুলাই আন্দোলনের ছবি-ভিডিও আহ্বান, নিরাপত্তা ইস্যুতে যা বলল পুলিশ
প্রকাশিতঃ 2:15 pm | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/police-20250209152814-1.jpg)
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
জুলাই-আগস্ট গণআন্দোলনকালে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এর পরেই বিষয়টি নিয়ে স্যোশাল মাধ্যমে নিরাপত্তার বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। যারা ছবি-ভিডিও পাঠাবেন তারা সাইবার সুরক্ষা পাবেন কিনা এমন সন্দেহ তৈরি হয়েছে।
তাই বিষয়টি আজ শনিবার বাংলাদেশ পুলিশ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে খোলাসা করেছে। ওই স্ট্যাটাসে বলা হয়েছে, আন্দোলনের ছবি (https://andolonerchobi.police.gov.bd) নামক প্লাটফর্মে বিভিন্ন ব্যক্তির নিজস্ব মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এই ফুটেজগুলো জুলাই আগস্টের গণ আন্দোলনের প্রামাণ্য দলিল। বিভিন্ন ব্যক্তিগত মোবাইল কিংবা ক্যামেরায় সরাসরি ধারণকৃত ফুটেজ বা স্থিরচিত্র এই আন্দোলনের গুরুত্বপূর্ণ সাক্ষ্য।
আন্দোলনের ছবি প্লাটফর্মটি এই গুরুত্বপূর্ণ দালিলিক সাক্ষ্য সংগ্রহের জন্যই শুধু নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণের সুরক্ষার জন্য যাবতীয় নিরাপত্তা, যা যে কোনো সাইবার সিস্টেম সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তা এই প্লাটফর্মে নিশ্চিত করা হয়েছে।
আরও বলা হয়েছে, সাইবার নিরাপত্তার অংশ হিসেবে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) এর ব্যবহার করা হচ্ছে এই প্লাটফর্মে। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যেন শুধু বাংলাদেশ থেকে এই প্লাটফর্মে ডাটা আপলোড করা যায়।
দেশের বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেন কেউ অপ্রয়োজনীয় ফাইল আপলোড করে এই প্লাটফর্মের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে তার জন্য এই ব্যবস্থা।
এর পাশাপাশি এই প্লাটফর্ম ব্যবহারকারীরা নিজের আপলোডকৃত ডাটা যেন কেবল নিজে দেখতে পারেন তা নিশ্চিত করার জন্য ওটিপি ব্যবহার করা হবে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে শুধু তথ্যের সুরক্ষা নয়, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবেও বিভিন্ন সেক্টরে ওটিপির ব্যবহার রয়েছে যা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে। তাই ওটিপির ব্যবহার নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
কালের আলো/এসএকে