যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেনেডি জুনিয়র

প্রকাশিতঃ 2:30 pm | February 15, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে শপথ নিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৫২-৪৮ ভোটে তিনি নির্বাচিত হন। এর মাধ্যমে তাকে প্রায় ৮০ হাজার কর্মচারী ও ট্রিলিয়ন বাজেটের স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করতে হবে।

জুনিয়র কেনেডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় নিযুক্ত সর্বশেষ মন্ত্রী।

কোনো ডেমোক্র্যাট তাকে সমর্থন করেননি। সাবেক সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল কেনেডির বিরুদ্ধে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান ছিলেন।

গত বুধবার সিনেটের সংকীর্ণ ভোটে তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচিত করার পর ওভাল অফিসে কেনেডি হলেন এই সপ্তাহে দ্বিতীয় বিতর্কিত মন্ত্রিসভা মনোনীত ব্যক্তি।

রবার্ট এফ কেনেডি জুনিয়র আমেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য।

পরিবেশ আইনজীবী হিসাবে তিনি সুনাম অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন।

কালের আলো/এসএকে