বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৪
প্রকাশিতঃ 2:42 pm | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/1739604920-5ad298042ce3242cc2575ecdc8a6b0c8.jpg)
বাগেরহাট প্রতিবেদক, কালের আলো:
বাগেরহাটের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার (১৫ ফ্ররুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এক সপ্তাহে বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ডেভিল হান্টের অভিযান চলছে।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত অপারেশন ডেলিল হান্টের অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কালের আলো/এসএকে