ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

প্রকাশিতঃ 2:46 pm | February 15, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শবে বরাতের ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত রাজধানীর সড়কগুলো আজ অনেকটাই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।

এদিকে গণপরিবহনের কম থাকার কারণে ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা গেছে রিকশার দাপট। সব সড়কেই চলাচল করতে দেখা গেছে রিকশা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ব্যস্ত রাজধানীর রাজপথ থেকে অলিগলি সবই প্রায় ফাঁকা। রাস্তায় মাঝে মধ্যে কয়েকটি বাস দেখা গেলেও ফাঁকা ঢাকায় গণপরিবহনের সংকট রয়েছে। তবে রাস্তায় সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের আধিপত্য দেখা গেলও এসব যানবাহনের সংখ্যা খুবই কম। আগে যে রাস্তায় দিয়ে গন্তব্যে যেতে লাগত ১-২ ঘণ্টা তা যাওয়া যাচ্ছে মাত্র ১৫ মিনিটে।

এদিকে সরকারি ছুটিকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় একেকজন একেকভাবে আনন্দ করছেন। কেউ কেউ ফাঁকা ঢাকায় ব্যক্তিগত বাহন নিয়ে ঘুরছেন। আবার কেউ কেউ রিকশা কিংবা সিএনজি অথবা বাসে করে ঘুরে বেড়াচ্ছেন। তবে স্বল্প দূরত্বের রাস্তায় রিকশা করে ঘুরতে পছন্দ করছেন অনেকে।

রাজধানীর মহাখালী থেকে রিকশায় চড়ে রামপুরা ব্রিজ সংলগ্ন হাতিরঝিল ঘুরতে আসেন রাকিব হোসেন ও রুপা আক্তার। এই দম্পতির মহাখালী থেকে মগবাজার আসতে যদিও গুণতে হয়েছে ২০০ টাকা। তারপরও তারা খুশি, ফাঁকা ঢাকায় এভাবে রিকশা করে ঘুরতে পেরে।

রাকিব হোসেন বলেন, প্রতিদিনের ব্যস্ততম শিডিউলের মধ্যে পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ খুব বেশি হয় না। তাই যে কোনো সরকারি ছুটির দিন পেলেই আমরা বাইরে ঘুরতে বের হই এবং সারাদিন নিজেদের মতো সময় কাটাই। বিশেষ করে শবে বরাতের আজকের দিনটা একটু স্পেশাল মনে হয়।

তিনি জানান, ফাঁকা রাস্তায় এভাবে রিকশা চড়ে তাদের বেশ ভালোই লেগেছে। তবে ভাড়া একটু বেশি নিচ্ছেন রিকশা চালকরা। আরেকটু কম হলে ভাড়াটা ঠিক ছিল।

কথা হয় রামপুরা এলাকায় বসবাসরত আব্দুর রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, আমি দীর্ঘদিন এই এলাকায় ব্যবসা করি। আজকে দোকান খুলিনি, ছুটির দিনে আজ এমনিতেই ঘুরতে বেরিয়েছি। দোকানের কর্মচারীরাও আজ ছুটিতে, তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে।

ফাঁকা ঢাকায় গাড়ি চালানো নিয়ে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের চালক মো. ইমরান বলেন, আসলে ঢাকা যে কত ছোট, ছুটির দিন এলে বুঝা যায়। সদরঘাট থেকে উত্তরা খুব কম সময়ে ট্রিপ নিয়ে চলে যাচ্ছি। কিন্তু ছুটির দিন ছাড়া দেখা যাবে এ রাস্তা যেতে ২-৩ ঘণ্টা লাগছে।

কালের আলো/এএএন/কেএ