জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসির নতুন প্রশাসক
প্রকাশিতঃ 2:51 pm | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/dncc-prosasok-20250215050152.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান তিনি।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএনসিসির প্রশাসক হিসেবে তিনি যোগদান করেন।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অকুতোভয় ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের বৈষম্যহীন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমি একটি ন্যায্য শহর, নগর কল্পনা করি। জুলাই অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বৈষম্য দূর করার স্পিরিট। ঢাকার বাসিন্দাদের মাঝে নাগরিক জীবনের বৈষম্য দূর করার কাজ হবে আমার অগ্রাধিকার। আমি সকলকে নিয়ে এই পরিবর্তনের কাজ করতে চাই।
তিনি আরও বলেন, সকল অংশীজনদের সম্পৃক্ত করে একটি ন্যায্য নগর গড়তে চাই। আমি নিশ্চিত করতে চাই নগরের সবচেয়ে নিম্ন আয়ের মানুষটিও তার নাগরিক সেবা পাবে। আমি বিশ্বাস করি নগরের সকলের জন্য প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করাই জুলাই অভ্যুত্থানের স্পিরিট।
কালের আলো/এএইচ/এমকে