ময়মনসিংহে পৌঁছেছেন মিজানুর রহমান আজহারী, ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রকাশিতঃ 2:59 pm | February 15, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে পৌঁছেছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এ সময় দুই হাত উঁচিয়ে উপস্থিত লাখ লাখ জনতাকে শুভেচ্ছা জানান তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৬ মিনিটে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে প্রবেশ করেন।

এ সময় আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই ইসলামি স্কলারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার।

এরপর বেলা সোয়া ২টায় বয়ান শুরু করে মিজানুর রহমান আজহারী বলেন, আজকে এই মঞ্চে বিএনপির প্রিন্স ভাই জেলা বিএনপির পুরো টিম নিয়ে এসেছেন। জামায়াতের আকন্দ ভাই এসেছেন। বৈষম্যবিরোধীরাও এসেছে। এতে বোঝা যায় পুরো বাংলাদেশ আজকের এই মঞ্চে। এটা অনেক সুন্দর।

এর আগে, বিশিষ্ট আলেম মাওলানা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত মুফাসসির হিসেবে বক্তব্য দেন এটিএন বাংলার আলোচক শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের খতিব মুহাম্মদ জামাল উদ্দিন ও কুমিল্লার মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।

কালের আলো/এসএকে