রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশিতঃ 4:30 pm | February 15, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর ৮ মিনিট পরেই ৩টা ২৫ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কালের আলো/এএএন/কেএ