ব্যক্তিগত সহকারী চান পিয়া, ১৫ মিনিটে জমা ১০০ আবেদন
প্রকাশিতঃ 4:55 pm | February 15, 2025
![](https://www.kaleralo.com/wp-content/uploads/474135950_1154514056044112_2706729521820367339_n_20250215_124751772.jpg)
বিনোদন ডেস্ক, কালের আলো:
বড় ব্যক্তিত্বদের কাজের পরিধি বিশাল। নিজ হাতে সামলানো মুশকিল হয়ে পড়ে। প্রয়োজন হয় ব্যক্তিগত সহকারীর।
আন্তর্জাতিক মানের মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলও প্রয়োজন বোধ করছিলেন ব্যক্তিগত সহকারীর। বিজ্ঞাপন দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। যা হয়েছে বিড়ম্বনার কারণ। কেননা ১৫ মিনিটে ১০০ আবেদন জমা পড়েছে।
নিজের ফেসবুকে সহকারী চেয়ে একটি চাকরির বিজ্ঞাপন দেন পিয়া। লেখেন, আমি একজন অত্যন্ত উৎসাহী এবং উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয়দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সাথে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।
এরপরই শুরু হয় আবেদন জমা। ১৫ মিনিটে সিভি পাঠান ১০০ জন। অগত্যা লাগাম টানতে হয় পিয়াকে। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।’
আজকাল ক্যামেরার চেয়ে আদালতে নিয়মিত পিয়া। ছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহকারী। সরকার পতনের পর এ নিয়ে কটাক্ষের শিকার হতে হয় পিয়াকে। তবে এ বিউটি উইথ ব্রেইন সেসব সামলেছেন নিজের মতো করে।
কালের আলো/এমডিএইচ