আগামীকাল ১৬ ফেব্রুয়ারি প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের মহাসমাবেশ

প্রকাশিতঃ 9:55 pm | February 15, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) মহাসমাবেশ করবেন তারা। এ দিন সকাল সাড়ে ৯টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের মহাসমাবেশ শুরু হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দিনভর কর্মসূচি পালন করেন নিয়োগপ্রত্যাশীরা। লাগাতার এই কর্মসূচি শুরু হয়েছে গত ৬ ফেব্রুয়ারি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৭ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়।

এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ পাওয়া নিয়োগপ্রত্যাশীরা আন্দোলন শুরু করে।

কালের আলো/এএএন/কেএ